কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়
কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ
স্থান : কালকিনি ও মোস্তফাপুর, মাদারীপুর।
পরিদর্শন ও পর্যবেক্ষণ :
১। গোল আলুর মাঠ।
২। লতিরাজ কচুর মাঠ।
৩। মিষ্টি আলুর মাঠ (স্পেশালী জাপানী জাত মুরাসাকি)
৪। প্রকল্পের ফসল বহির্ভূত গম, ভূট্টা ও কালিজিরার মাঠ যা দেখে কৃষকরা খুবই খুশি।
৫। হর্টিকালচার সেন্টার, মোস্তফাপুর, মাদারীপুর এর কৃষির বিভিন্ন প্রযুক্তি (ড্রাগন ফল বাগান, আমের মাতৃ বাগান, খাটো জাতের নারিকেল বাগান, ভার্মি কম্পোষ্ট উৎপাদন প্রযুক্তি ইত্যাদি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস