এসএসিপি প্রকল্পের আওতায় কৃষক টু কৃষক এক্সচেঞ্জ ভিজিট-২০২২
স্থান : ফকিরহাট ও বাগেরহাট সদর, বাগেরহাট।
পরিদর্শন ও পর্যবেক্ষণ :
১. গুচ্ছাকারে ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি।
২. অগ্রানিক পদ্ধতিতে বাঁধাকপি চাষ।
৩. কালিকাপুর মডেল অনুসারে গুচ্ছাকারে তৈরি পারিবারিক পুষ্টিবাগান।
৪. অগ্রানিক গ্রাম (যে গ্রামের ব্যবহার পরবর্তী শাক সবজির অবশিষ্টাংশ সব এক জায়গায় এনে কম্পোষ্ট তৈরি করা হয় এবং পরবর্তীতে আবার জৈব সার বিভাজন করা হয়)
৫. খাটো জাতের নারিকেল ও লিচু বাগান।
৬. ড্রাগন ফল বাগান
৭. একুরিয়ামে রাখার জন্য সৌখিন মাছের খামর ও গরুর খামার
৮. ৮০ একর জায়গা নিয়ে গঠিত কুল, সফেদা ও আম বাগান।
৯. দক্ষিন বাংলায় ইসলাম প্রচার শুরুর অতিহ্যবাহি ধর্মীয় স্থান ষাট গুম্বজ মসজিদ পরিদর্শন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস