বিস্তারিত
নলছিটিতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস
ঝালকাঠির নলছিটিতে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস আজ (২৬ মে) রবিবার সকাল ১১টায় পৌর এলাকার পরমপাশা গ্রামে এ মাঠ দিবস আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল আ লিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি । এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদ, আবু জাফর মো.ইলিয়াছ, জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, স্থানীয় কৃষক আ.কুদ্দুস হাওলাদার, মো, বাবুল খান প্রমুখ। মাঠ দিবস শেষে উপস্থিত কৃষকদের কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে নমুনা ফসল কর্তন করে দেখান কর্মকর্তারা। পরে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে পৃথক এক অনুষ্ঠানে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ। প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন বরিশাল আ লিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইনুর আজম খান।