১৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দে বরিশালের খামারবাড়িস্থ এডিডিএই কক্ষে নলছিটির (ঝালকাঠি) সম্মানিত উপজেলা কৃষি অফিসার জনাব ইসরাত জাহান মিলি ২০৭১ জনের মাসিক কৃষিকথার গ্রাহক বাবদ ৮৬ হাজার ৯ শত ৮২ টাকা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই বরিশাল অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব মো. আফতাব উদ্দিন। অন্যান্য অতিথি ছিলেন এটিআইর সম্মানিত অধ্যক্ষ জনাব গোলাম মো. ইদ্রিস, ব্রির সম্মানিত সিএসও জনাব ড. মো. আলমগীর হোসেন, ডিএই ঝালকাঠির সম্মানিত উপপরিচালক জনাব মো. ফজলুল হক, সম্মানিত আঞ্চলিক কৃষি তথ্য অফিসার জনাব মো. শাহাদাত হোসেন এবং নলছিটির সম্মানিত কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আলী আহম্মদ। এটি বরিশাল অঞ্চলের সব্বোর্চ রেকর্ড।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS